চুয়াডাঙ্গায় ইটভাটায় কাঠ পোড়ানোয় লক্ষাধিক টাকা জরিমানা
চুয়াডাঙ্গা দামুড়হুদা ও জীবননগর উপজেলায় কাঠ পোড়ানোর অপরাধে দুই ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালত এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করেছেন।
বুধবার (১১ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানাগেছে, চুয়াডাঙ্গা জেলায় অধিকাংশ ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে এমন অভিযোগ পায় জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় বুধবার অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এসময় দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে রেড ব্রিকস এ অভিযান চালালে লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে ইটভাটার মালিক শামসুল উদ্দিনকে একলক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া জীবননগর উপজেলার নিউ ব্রিকসে অভিযান চালিয়ে একই অভিযোগে বিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসক নজরুল ইসলাম জানান, জেলায় কোনো ইটভাটা যদি কাঠ দিয়ে ইট পোড়ায় তবে তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হবে। ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।