টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারি আটক
কক্সবাজারের টেকনাফে ৫ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফের সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা, নগদ ২ লাখ ২৩ হাজার টাকাসহ তাদের আটক করা হয়েছে।
আটক মাদক কারবারিরা হলেন, টেকনাফের সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার সৈয়দ আলমের ছেলে আব্দুল আমিন (২৮), উত্তর লম্বরী এলাকার ফরিদ মিয়ার ছেলে আক্তার হোসেন (২৫) ও মো. আলমের ছেলে মো. মোস্তাক (২২)।
র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে: মির্জা শাহেদ মাহাতাব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার আব্দুল আমিনের বাড়ির পিছনে মাদক ইয়াবা ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা, নগদ ২ লাখ ২৩ হাজার টাকাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।