৩য় দিনের মতো আমরণ অনশনে নরসিংদীর জুটমিলের শ্রমিকরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

আমরণ অনশন করছে নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা। ছবি: বার্তা২৪.কম

আমরণ অনশন করছে নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা। ছবি: বার্তা২৪.কম

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে আমরণ অনশন করছে নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো এ কর্মসূচি চলছে। এর আগে মঙ্গলবার থেকে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে অনশন কর্মসূচি শুরু করেন পাটকল শ্রমিকরা।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, অনশন স্থলে অবস্থান করেছেন শত শত শ্রমিক। গত তিন দিনে অনশনরত ১২ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে আমরণ অনশনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে জুটমিলে। মিলের উৎপাদন বন্ধ হওয়াসহ প্রবেশ করতে পারছে না পাটবাহী কোনো ট্রাক।

বিজ্ঞাপন

আমরণ অনশন কর্মসূচিতে শ্রমিক নেতারা জানান, ২০১৫ সালে ঘোষণা দিয়েও মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবনযাপন করছে শ্রমিকরা। মজুরি কমিশন বাস্তবায়ন, ১১ সপ্তাহের বকেয়া বেতন পরিশোধ, পিএফ’র টাকা প্রদান, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি পালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।