বগুড়ায় চুল কেটে দেয়ায় কিশোরীর বিষপান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বগুড়ায় মারপিট করে চুল কেটে দেয়ায় নুপুর (১৩) নামের এক কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বগুড়া শহরের ঠনঠনিয়া জবানী স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নুপুর স্থানীয় আব্দুর রাজ্জাক ও রোকসানা দম্পতির পালতি মেয়ে।

স্থানীয় লোকজন জানান, বাসার কাজে ভুল করায় নুপুরের পালিত মা রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে বেদম মারধর করেন এবং চুল কেটে দেন। এর জের ধরে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে নুপুর ইঁদুর মারার বিষপান করে।

বিজ্ঞাপন

বিষয়টি বুঝতে পেরে আব্দুর রাজ্জাক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ঘটনাটি জানাজানি হলে আব্দুর রাজ্জাক হাসপাতাল থেকে পালিয়ে যান। অবস্থা বেগতিক দেখে নুপুরের পালিত মা তিনিও বাড়ি থেকে পালিয়ে যান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মন্ডল বার্তা২৪.কমকে বলেন, সকালে নুপুর নামে একটি মেয়েকে হাসপাতালে নিয়ে আসা হয়। বিষপান প্রসঙ্গে চিকিৎসকরা বিভিন্ন প্রশ্ন করলে মেয়েটির বাবা কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান।

তিনি বলেন, মেয়েটি বেশ অসুস্থ। তার চিকিৎসা চলছে।