ফরিদপুরে তেরশ বোতল ফেনসিডিলসহ আটক ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

র‍্যাবের হাতে আটক তিন, ছবি: বার্তা২৪.কম

র‍্যাবের হাতে আটক তিন, ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরে র‍্যাবের পৃথক দুটি অভিযানে দুটি ট্রাক থেকে ১৩২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে আটক করে র‍্যাব। সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টা ও মঙ্গলবার সকাল ৭টায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর র‌্যাব-৮ কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুরের কোতয়ালী থানার গদাধরডাঙ্গী এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাগুরা থেকে ছেড়ে আসা একটি ট্রাক থেকে ৮২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ও হাসিবুল হাসান আসিফ (৩০) নামের একজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে ভোর ৭ টার দিকে মধুখালী উপজেলার কামারখালী ব্রিজের টোল ঘর এলাকায় অভিযান চালিয়ে মাগুরা থেকে ছেড়ে আসা আরেকটি ট্রাক থেকে ৪৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় মোস্তফা বেপারী (৩২) ও কাজী হিরু (৩৪) নামে দুজনকে আটক করা হয়।

উভয় ঘটনায় মাদক দ্রব্য পরিবহণে ব্যবহৃত দুটি ট্রাক ও মাদক বিক্রিত ২০ হাজার টাকা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী ও মধুখালী থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।