পেয়ারা চাষে সফল কুষ্টিয়ার এনামুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কৃষক এনামুল হক। ছবি: বার্তা২৪.কম

কৃষক এনামুল হক। ছবি: বার্তা২৪.কম

নিজের ৬ বিঘা জমিতে থাই পেয়ারা-৫ চাষ করে সফল হয়েছেন কৃষক এনামুল হক। এখন স্বাবলম্বী তিনি।

এনামুল হক কুষ্টিয়ার মিরপুর উপজেলার গৌড়দহ গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০১৭ সালের শেষের দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় নিজের ৬ বিঘা জমিতে পেয়ারা-৫ এর চারা রোপণ করেন এনামুল হক। এর আট মাসের মাথায় ফলন পাওয়া শুরু করেন। বছরে দুইবার গাছে ফল আসে। প্রতিদিন ৩-৪ জন শ্রমিক এই বাগানে পরিচর্যা করে থাকে।

ওই বাগানে পোকামাকড় দমনে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। কেবল কৃষি বিভাগের পরামর্শে ভিটামিন জাতীয় কিছু ওষুধ প্রয়োগ করেন। এছাড়া পোকামাকড় ঠেকাতে পেয়ারা একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে পলিথিন ব্যাগে ঢুকিয়ে মুখ বন্ধ করে দেয়া হয়।

বিজ্ঞাপন

এনামুল হক বলেন, ‘পেয়ারা বিক্রি করে ভালোই লাভ হয়। আর পেয়ারা বিক্রি করতে কোনো ঝামেলা পোহাতে হয় না। পাইকারি ব্যবসায়ীরা বাগানে এসে পেয়ারা কিনে নিয়ে যায়। দুই হাজার টাকা মণ হিসাবে পেয়ারা বিক্রি করা হয়।’

মিরপুর উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ জানান, জেলায় বিষমুক্ত এ পেয়ারার যথেষ্ট চাহিদা রয়েছে। কৃষক এনামুল হককে পেয়ারা চাষের ব্যাপারে সহযোগিতা করা হয়।