ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইউপি সদস্যকে মারধর
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বিজয় দিবসের মাঠে এক ইউপি সদস্যকে মারধর করেছে বখাটেরা। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলায় বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই ছাত্রী বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে তানজিদ, বাবু, ও লিমনসহ ৯/১০ জন পথরোধ করে উত্ত্যক্ত করে। এসময় ইউপি সদস্য নুর ইসলাম বাধা দিলে বখাটেরা ইউপি সদস্য ও শিক্ষক সবেদ আলীকে অনুষ্ঠান স্থলের চেয়ার দিয়ে মাথায় আঘাত করে। পরে বিজয় দিবসে অনুষ্ঠানে থাকা শিক্ষার্থীরা ধাওয়া করলে বখাটেরা পালিয়ে যায়।
এদিকে বখাটে তানজিদ, বাবু, ও লিমনসহ ৭ জনের নামে রাত ৮টার দিকে পাটগ্রাম থানায় ইউপি সদস্যের ভাই নুর আলম একটি মামলা করেছে।
এ বিষয়ে ইউপি সদস্য নুর ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, 'ছাত্রীদেরকে উত্ত্যক্ত করার প্রতিবাদ ও বাধা দেওয়ায় আমাকে বেদম মারধর করে। পরে আমাকে স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।'
বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সবিদ আলী বলেন, 'মঞ্চে থাকা অবস্থায় দেখছি ৯/১০ জন বখাটে ইউপি সদস্যকে মারধর করে পালিয়ে যায়।'
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন মেহন্ত বার্তা২৪.কম-কে জানান, রাতে ইউপি সদস্যের ভাই নুর আলম থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।