পুলিশ মুক্তিযোদ্ধাদের 'সম্মাননা' প্রদান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন, ছবি: বার্তা২৪.কম

পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন, ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় পুলিশ মুক্তিযোদ্ধাদের 'সম্মাননা স্মারক' প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার পুলিশ লাইনস সম্মেলন কক্ষে তাদের সম্মাননা জানানো হয়।

কুষ্টিয়া জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।

বিজ্ঞাপন

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের গৌরবজনক অধ্যায় রয়েছে। তাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশকে এগিয়ে নিতে বর্তমান পুলিশ সদস্যদের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস হৃদয়ে ধারণ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) গোলাম সবুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আজাদ রহমান।

বিজ্ঞাপন

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আগত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয় জেলা পুলিশ।

পরে পুলিশ বীর মুক্তিযোদ্ধারা একাত্তরের দিনগুলোর স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন।