নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় রিকশা চালককে হত্যা
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুরুজ মিয়া (৫৭) নামে এক রিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত অপর রিকশা চালক আব্দুল গনি মিয়াকে (৫৬) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ফতুল্লার কাশিপুর খিল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুরুজ মিয়া ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কোনাবাড়ি গ্রামের কেরামত আলীর ছেলে এবং গ্রেফতারকৃত আব্দুল গনি ফুলপুর থানার কাইজাকান্দা গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, তারা উভয়েই একই বাসায় ভাড়া থাকতেন। ঘুমানোর জায়গা নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হলে এক পর্যায়ে গনি মিয়া সুরুজের মাথায় ইট দিয়ে আঘাত করেন। আঘাতপ্রাপ্ত সুরুজ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত গনি মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।