নারায়ণগঞ্জে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকার দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার সাওঘাট ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- প্রাইভেটকার চালক রিপন মিয়া ও ট্রাকের হেলপার রিফাত।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভূঁলতা ফাঁড়ির উপ-পরিদর্শক রোকনুজ্জামান জানান, ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্র্রো-গ-২০-৬৩০৭) একটি ব্যাটারিচালিত ভ্যানকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক ও ট্রাকের হেলপার নিহত হন। এ ঘটনায় ভ্যানচালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।