শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ময়মনসিংহের এসপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন ময়মনসিংহের এসপি, ছবি: বার্তা২৪.কম

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন ময়মনসিংহের এসপি, ছবি: বার্তা২৪.কম

সারাদেশের মত ময়মনসিংহেও বেড়েছে শীতের প্রকোপ। এতে মানবেতর রাত কাটাতে হচ্ছে হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষগুলোকে।

এসব মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে রাতের আঁধারে শহর ঘুরে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের থানা ঘাট, রেলওয়ে চত্বর ও হরিজন পল্লীতে প্রায় ৩শ পরিবারের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, একজন শীতার্ত মানুষ সামান্য সহযোগিতায় পেতে পারে উষ্ণতার ছোঁয়া। তাই হতদরিদ্র, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।