নারায়ণগঞ্জে নতুন এসপি জায়েদুল আলম
নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করছেন মুন্সীগঞ্জের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এর আগে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসপি হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে পুলিশ হেড কোয়ার্টারে বদলি করা হয়। এসপি হারুনের বদলির আদেশের পর পরই নারায়ণগঞ্জে নতুন কে আসছেন সে বিষয়ে আলোচনা শুরু হয়। বদলির প্রায় দেড় মাস পর নতুন এসপি পেলেন নারায়ণগঞ্জবাসী।
এসপি জায়েদুল আলম দীর্ঘদিন মুন্সীগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন৷ তিনি ২০১৬ সালে মুন্সীগঞ্জ জেলায় যোগদান করেন। তিনিই প্রথম ২০১৭ সালে মুন্সীগঞ্জের পুলিশ সদস্যদের মধ্যে ডোপ টেস্ট চালু করেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী। ২২তম ব্যাচের এই মেধাবী কর্মকর্তা একজন মুক্তিযোদ্ধার সন্তান।