বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ট্রাক চালক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বগুড়ায় বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে বিদ্যুতায়িত হয়ে আদম হোসেন (৩২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) দিনগত রাত ১১টায় বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার নয়মাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহত আদম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

জানা গেছে, আদম হোসেন সবজি বোঝাই ট্রাক নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথেরমধ্যে রাত ১১টার দিকে নয় মাইল নামক স্থানে মহাসড়কে ট্রাক থামিয়ে তিনি ট্রাকের গ্লাস পরিষ্কার করছিলেন। এমন সময় পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার ট্রাকে ধাক্কা দেয়। এতে সবজি বোঝাই ট্রাকটি মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খুঁটি ভেঙে যায়। এতে বিদ্যুতের তার ছিঁড়ে গেলে ট্রাক চালক আদম বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বার্তা২৪.কমকে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।