সুমনা হত্যার বিচার দাবিতে ফের রাস্তায় শিক্ষার্থীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

সুমনা হত্যার বিচার দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

সুমনা হত্যার বিচার দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

শিশুশিক্ষার্থী সুমনা হকের (৯) হত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে ফের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

‘আমার বোন মরলো কেনো-হত্যাকারীর ফাঁসি চাই- উই ওয়ান্ট জাস্টিস’ শিক্ষার্থীদের এমন স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের প্রাণকেন্দ্র চৌরাস্তা।

বিজ্ঞাপন

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলার বড় মাঠ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ জেলার বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।

বিজ্ঞাপন

বিক্ষোভে শিশু সুমনার হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননেন কঠোর শাস্তির দাবি করে শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে সড়কের দুইপাশেই প্রায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

মানববন্ধনে বক্তব্য দেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সালেহা খাতুন, ফারহাদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, বিশিষ্ট শিক্ষাবিদ মনতোষ কুমার দে সহ জেলার বিভিন্ন স্তরের মানুষ।

এসময় বক্তরা সুমনা হকের হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সেই সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান তারা। পরে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকারীর কঠোর শাস্তির আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে জেলা শহরের গোয়ালপাড়া এলাকায় স্কুলছাত্র রিয়াজ আহম্মেদ কাননের বসতঘরের মাটি খুঁড়ে সুমনা হকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে রাতেই রিয়াজকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি সে স্বীকার করে।