শীতবস্ত্র পেয়ে খুশি তারা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

আঁকচা ইউনিয়নে সমাজের অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। ছবি: বার্তা২৪.কম

আঁকচা ইউনিয়নে সমাজের অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। ছবি: বার্তা২৪.কম

ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ বেড়েছে। উত্তরের হিমেল বাতাসে নাকাল হয়ে পড়েছে জনজীবন। ঠিক এমন সময় দ্বিতীয়বারের মতো সমাজের অসহায়দের পাশে দাঁড়িয়েছে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘জার্নি অফ ইউনিটি’। তাদের সহযোগিতায় ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আঁকচা ইউনিয়নে সমাজের অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

কম্বল হাতে পেয়ে ওই এলাকার সুধা, আধিকা, আসানন্দ, প্রমিলাসহ আরও কয়েকজন বার্তা২৪.কমকে বলেন, ‘তীব্র শীতে আমাদের অনেক কষ্ট হয়। নতুন কম্বল পেয়ে আমরা অনেক খুশি। যারা আমাদের কম্বল বিতরণ করেছে তাদের ধন্যবাদ জানাই।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার, জার্নি অফ ইউনিটির সভাপতি রাকিব আল রিয়াদ, সহ-সভাপতি সিয়াম তালুকদার, সাধারণ সম্পাদক মিথিলা দাস প্রমুখ।

বিজ্ঞাপন