সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

জব্দকৃত ফেনসিডিলসহ কাভার্ড ভ্যান/ ছবি: বার্তা২৪.কম

জব্দকৃত ফেনসিডিলসহ কাভার্ড ভ্যান/ ছবি: বার্তা২৪.কম

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৭৯ পিস ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার সরকার।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, নরসিংদী জেলার সাহেব প্রতাব গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. সাইদুর রহমান (৩২), সিলেট জেলার সমপাশি গ্রামের মো. নূর ইসলাম মিয়ার ছেলে মো. রুবেল (১৯) ও কুষ্টিয়া জেলার চার মাইল গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে মো. দুলাল মিয়া (২৮)।

প্রণব কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জেলার সলঙ্গা থানাধীন র‌্যাব-১২ ক্যাম্পের সামনে ফাঁকা জায়গায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ওই তিন আসামীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৭৯ বোতল ফেনসিডিল, চাবিসহ ১টি কাভার্ড ভ্যান, ৩টি মোবাইল সেট, ৪টি সিম কার্ড নগদ সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।