ট্রেনে পাথর নিক্ষেপ, আহত যাত্রীকে নাটোর হাসপাতালে ভর্তি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

আহত জহুরুল আলম, ছবি: বার্তা২৪.কম

আহত জহুরুল আলম, ছবি: বার্তা২৪.কম

পঞ্চগড় থেকে ঢাকাগামী বিরতিহীন আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে গুরুতর আহত জহুরুল আলম (৩৫) নামে এক যাত্রীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জহুরুল দিনাজপুর শহরের নুরুল আমিনের ছেলে এবং পেশায় একজন ঠিকাদার। ব্যবসায়িক কাজে দিনাজপুর থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাচ্ছিলেন তিনি।

বিজ্ঞাপন

রোববার (২২ ডিসেম্বর) রাত ৮টায় তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিসের একটি দল।

নাটোর আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন জহুরুল জানান, আজ বিকেল ৩টায় দিনাজপুর রেলস্টেশন থেকে বিরতিহীন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ওঠেন তিনি। জয়পুরহাট স্টেশন অতিক্রম করার পর ট্রেনের ক্যানটিনে গিয়ে চা পান করছিলেন তিনি। এ সময় আক্কেলপুর এলাকায় অতর্কিত জানালার কাঁচ ভেদ করে দুর্বৃত্তের ছোড়া একটি পাথর এসে তার মাথায় লাগে। এতে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। কিছুক্ষণ পরে জ্ঞান হারান তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

নাটোর জেলা সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা নেয়ার পরে বর্তমানে জহুরুল আশঙ্কামুক্ত। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।