স্বামীর লাথির আঘাতে স্ত্রীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

photo: Barta24.com

photo: Barta24.com

সিরাজগঞ্জে স্বামীর লাথির আঘাতে খাদিজা খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) রাতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আটারদাগ গ্রামে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এঘটনায় নিহতের ভাই হুসাইন শেখ বাদী হয়ে এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে স্বামী আব্দুল্লাহ শেখ পলাতক রয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, নিহত খাদিজা খাতুনের স্বামী বিদেশে থাকতো। কয়েকদিন হলো সে দেশে ফিরেছে। দেশে ফেরার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জেরে রোববার রাতে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।

বিজ্ঞাপন

এক পর্যায়ে স্বামী আব্দুল্লাহ শেখ স্ত্রী খাদিজাকে এলোপাথারি কিল-ঘুষি মারতে থাকে। এ সময় খাদিজা জ্ঞান হারিয়ে ফেললে পরিবারের লোকজন এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে রাতেই পুলিশ খাদিজার মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ (সোমবার) সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এঘটনায় নিহতের ভাই হুসাইন শেখ বাদী হয়ে আব্দুল্লাহ শেখকে আসামি করে মামলা দায়ের করেছে।