লক্ষ্মীপুরে অবৈধ ৫০টি স্থাপনা উচ্ছেদ
লক্ষ্মীপুরে খাল দখল করে সড়কের পাশে গড়ে উঠা অবৈধ ৫০টি স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার জকসিন বাজারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে, সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ প্রমুখ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু অবৈধ দখলদাররা স্থাপনা সরিয়ে নেয়নি। এ কারণে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।