৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরি ঘাট এলাকায় অপেক্ষমাণ রয়েছে কয়েকশ’ যানবাহন।
অপরদিকে নৌরুটে কুয়াশা কমে যাওয়ার পরপরই যাত্রী ও যানবাহন নিয়ে নিরাপদে ঘাট পন্টুনে আসতে সক্ষম হয়েছে মাঝ পদ্মায় আটকে থাকা ছোট ফেরি শাপলা সালুক।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। এর আগে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বার্তা২৪.কমকে জানান, মধ্য রাত থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। ভোরে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা মিলে তিন শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঘন কুয়াশায় বন্ধ ফেরি চলাচল, মাঝ পদ্মায় আটকা শাপলা সালুক