বেলা বাড়ার সঙ্গে কমলো পঞ্চগড়ের তাপমাত্রা

  • মোহাম্মদ রনি মিয়াজী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

হাড় কাঁপানো শীতেও পাথর উত্তোলনে কাজ করছেন শ্রমিকরা, ছবি: বার্তা২৪.কম

হাড় কাঁপানো শীতেও পাথর উত্তোলনে কাজ করছেন শ্রমিকরা, ছবি: বার্তা২৪.কম

শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়বাসী। হিমালয়ের পাদদেশে হওয়ায় বেশি শীত পড়ছে এ জেলায়। তাপমাত্রাও ওঠা-নামা করছে প্রতিনিয়ত। দিনের বেলা ঘন কুয়াশা ও রাতের বেলায় হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬ টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও ৩ ঘণ্টার ব্যবধানে সকাল ৯টায় তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ২ ডিগ্রিতে। আর এটিই এখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

বিজ্ঞাপন

আরও পড়ুন: দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

এদিকে, ঘন কুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। এছাড়া ছাড়া শীতের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন এ জেলার খেটে খাওয়া সাধারণ মানুষ।

বিজ্ঞাপন
শীতে জনজীবন জবুথবু জনজীবন

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘আজ সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল ৯টায় তাপমাত্রা নেমে ৯ দশমিক ২ ডিগ্রিতে এসেছে। যা সারা দেশের মধ্য সর্বনিম্ন তাপমাত্রা।