খানাখন্দে বেহাল গাজীপুর-মধুপুর সড়ক
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ময়মনসিংহের উত্তর জনপদের গাজীপুর-মধুপুর আঞ্চলিক সড়কে খানাখন্দ বেড়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে করে সড়কে চলাচল করতে গিয়ে যানবাহন চালক ও পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয় যানবাহন চালক ও যাত্রীরা জানান, সংস্কার না হওয়ায় বর্ষার সময় সড়কে সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমে ছোট ছোট ডোবা তৈরি হয়। আর শুকনো মৌসুমে খানাখন্দ ও ধুলার কারণে সড়কে চলাচল করতে যানবাহন চালক, যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।
ঈশ্বরগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গাজীপুর থেকে ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর পর্যন্ত আঞ্চলিক সড়কটির দৈর্ঘ্য ২১ কিলোমিটার। আঞ্চলিক এই সড়কটি দিয়ে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার বেশ কয়েকটি উপজেলায় সহজে যাতায়াত করা যায়। এতে গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ ছাড়াও নান্দাইল ত্রিশাল, গফরগাঁও, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দাদের যাতায়াতের জন্য সুবিধাজনক সড়ক এটি। কিন্তু দীর্ঘদিন ধরেই সড়কটিতে সংস্কারের ছোঁয়া পায়নি।
সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, গৌরীপুর-মধুপুর আঞ্চলিক সড়কের গাজীপুর, ডৌহাখলা, তারুন্দিয়া, কোনাপাড়া, উচাখিলা, রাজিবপুর, মুধুপুরসহ বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে সড়ক জুড়ে খানাখন্দ হয়েছে। কোথাও আবার ইটের খোয়া উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে করে সড়কে চলাচলকারী অটোরিকশা, ইজিবাইক, মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহন হেলে-দুলে চলায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে আঞ্চলিক এই সড়কটি কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলের যাতায়াত ব্যবস্থা সহজ করায় গত কয়েক বছরে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির চলাচল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অতিরিক্ত মালবোঝাই ভারী যানবাহন চলাচলের কারণে ছোট এই সড়কটি আরও বেহাল হয়ে যাচ্ছে।
গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু বার্তা২৪.কম-কে বলেন, ‘সড়কের বেহাল দশার কারণে ঝুঁকি নিয়ে গর্ভবতী ও মুমূর্ষু রোগীদের ময়মনসিংহ জেলা শহরে হাসপাতালে নেওয়া হচ্ছে। অনেক সময় ভাঙাচোরা সড়কে ঝাঁকুনির কারণে রোগীর শারীরিক অবস্থা আরও অবনতি হয়ে যায়। আমাদের দাবি অচিরেই যেন সড়কটি সংস্কার করা হয়।
উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘খানাখন্দে সড়ক বেহাল হওয়ার কারণে ঈশ্বরগঞ্জ উপজেলা সদর ঘুরে ময়মনসিংহ শহরে যেতে হয়। যদি সড়কটি ভালো থাকতো তবে দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ শহরে যাওয়া যেত।’
সড়ক ও জনপথ বিভাগের ঈশ্বরগঞ্জ উপ-সহকারী প্রকৌশলী শেখ মোজাম্মেল হক বার্তা২৪.কম-কে বলেন, ‘খানাখন্দ মেরামত করে চলাচল নির্বিঘ্ন করে দ্রুত খানাখন্দগুলো সংস্কার করা হবে। শুধু ওই ২১ কিলোমিটার নয় কিশোরগঞ্জের হোসেনপুর পর্যন্ত সড়কটি প্রশস্তকরণের পরিকল্পনা রয়েছে। এটি অনুমোদন ও বাস্তবায়ন হলে এ অঞ্চলের মানুষ সুফল ভোগ করবে।’