কুয়াকাটায় শিক্ষার্থীদের মাদকবিরোধী ম্যারাথন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

কুয়াকাটায় শিক্ষার্থীদের মাদকবিরোধী ম্যারাথন/ ছবি: বার্তা২৪.কম

কুয়াকাটায় শিক্ষার্থীদের মাদকবিরোধী ম্যারাথন/ ছবি: বার্তা২৪.কম

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানে পটুয়াখালীর কুয়াকাটায় র‌্যাবের আয়োজনে ম্যারাথন ‘দৌড়াও বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় সমুদ্র সৈকতে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

বিজ্ঞাপন

সমুদ্র সৈকতে ১০ কিলোমিটারের এই ম্যারাথনে পটুয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪শ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

২০১৮ সালের ৩ মে থেকে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু করে র‌্যাব।

বিজ্ঞাপন