ঝালকাঠিতে হাজী সম্মেলন অনুষ্ঠিত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝালকাঠি
  • |
  • Font increase
  • Font Decrease

হাজী সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বক্তারা, ছবি: বার্তা২৪.কম

হাজী সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বক্তারা, ছবি: বার্তা২৪.কম

ঝালকাঠির নলছিটি উপজেলায় হাজীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে হাজী সম্মেলন-২০১৯।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের নলবুনিয়ায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট হারুনর রশীদ খান ফাউন্ডেশন মহিলা কলেজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

কাজী আখতারুল হক হালিমের সভাপতিত্বে সম্মেলনে নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট হারুনর রশীদ খান, মাওলানা আব্দুর রহমান খান, মাওলানা আব্দুর রব, জেলা পরিষদ সদস্য কেএম হাতেম, কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য দেন।

সম্মেলনের উদ্যোক্তা অ্যাডভোকেট হারুনর রশীদ খান বলেন, অনেকেই হজ পালন শেষে পরবর্তী করণীয় বিষয়টি মনে রাখতে পারেন না। তাদের জন্য গত বছর থেকে এ অনুষ্ঠানের আয়োজন করে আসছি। সবার আগ্রহ দেখে সত্যি আমি মুগ্ধ।

বিজ্ঞাপন

সম্মেলনে অন্যান্য বক্তারা হাজীদের করণীয় এবং হজ পরবর্তী নিয়ম-কানুনের বিষয়টি তুলে ধরেন।

এসময় উপজেলার দুই শতাধিক হাজীছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।