পঞ্চগড়ে শান্তির দুর্নীতি বিরোধী প্রচারণা

  • মোহাম্মদ রনি মিয়াজী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

মাসব্যাপী এই প্রচারণা চালাচ্ছেন সাইফুল ইসলাম শান্তি, ছবি: বার্তা২৪.কম

মাসব্যাপী এই প্রচারণা চালাচ্ছেন সাইফুল ইসলাম শান্তি, ছবি: বার্তা২৪.কম

'আসুন নিজেরা ঘুষ দেওয়া থেকে বিরত থাকি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজয়ের মাসে মাসব্যাপী জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন সাইফুল ইসলাম শান্তি নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলিয়ায় তাকে হ্যান্ডমাইকে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়৷

বিজ্ঞাপন

জানা যায়, সাইফুল ইসলাম শান্তি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এমবিএতে অধ্যয়নরত ছাত্র। তার বাড়ি পঞ্চগড়ের সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আমলারহাট এলাকায়।

দুর্নীতি বিরোধী প্রচারণায় শান্তি সাধারণ মানুষদের জানান, 'তথ্য উপাত্ত সংগ্রহ করে টোল ফ্রিতে ১০৬ নম্বরে কল দিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদক বরাবর অভিযোগ দাখিল করুন, দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে দিন। আপনারা দুদক বরাবর চিঠির মাধ্যমেও দুর্নীতি বিষয়ক অভিযোগ জানাতে পারেন।'

বিজ্ঞাপন

শান্তি জানান, তার বিশ্ববিদ্যালয় শীতকালীন ছুটি থাকায় অবসর দিনগুলোতে তিনি জেলার ৫টি উপজেলায় ১ মাস ধরে এই জনসচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করছেন।

এ বিষয়ে সাইফুল ইসলাম শান্তি জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও শীতকালীন ছুটি থাকায় আমি এই সুযোগে মাসব্যাপী দুর্নীতি বিরোধী জনসচেতনতামূলক প্রচারণায় নেমেছি। আমরা সবাই যদি নিজেরা ঘুষ দেওয়া থেকে বিরত থাকি তবে বাংলাদেশ শীঘ্রই উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে পারবে।'

তাছাড়া শান্তি চলতি বছরে প্রশ্নফাঁস ও গুজবের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পায়ে হেটে তেঁতুলিয়া থেকে টেকনাফ পদযাত্রা করেন এবং নিজ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান কর্মসূচী পালন করেন।