শেরপুরে মুক্তিযোদ্ধাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
শেরপুরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময়কালীন পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার, আলবদর, আলশামছদের নির্ভুল তালিকা প্রস্তুত করার লক্ষ্যে জেলার মুক্তিযোদ্ধাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জেলা প্রশাসনের তুলশীমালা কম্পিউটার ল্যাব কাম ট্রেনিং সেন্টারে আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি আগামী ৭ দিনের মধ্যে ইউনিয়ন পর্যায় থেকে তালিকা প্রস্তুতক্রমে তার দফতরে দাখিলের জন্য ৫ উপজেলার সাবেক কমান্ডারদের অনুরোধ জানান। সেইসাথে তিনি পরবর্তীতে তাদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠানের মাধ্যমে তালিকা চূড়ান্ত সাপেক্ষে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সুরুজ, জেলা সেক্টরস কমান্ডারস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, নকলা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আবুল মনসুর ও গোলাম রব্বানী, শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, জেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি মোশারফ হোসেন তালুকদার, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল প্রমুখ। সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দেসহ অন্যান্য মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।