ঠাকুরগাঁওয়ে দুই ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড, ছবি: বার্তা২৪.কম

ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড, ছবি: বার্তা২৪.কম

ঠাকুরগাঁওয়ে দুই ভুয়া পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ সাজা দেন।

বিজ্ঞাপন

সাজাপ্রাপ্তরা হলেন- দিনাজপুর জেলার মতিউর রহমানের ছেলে আতিকুর রহমান (২৯) ও একই জেলার রমেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী লিটন চন্দ্র রায়।

জানা যায়, সকালে ঠাকুরগাঁও সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় দুইজন অন্যের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। প্রবেশপত্র যাচাইয়ের সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার অমিল থাকায় তাদের আটক করা হয়। এ সময় কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদ করলে তারা অর্থের বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করে। পরে তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই ভুয়া পরীক্ষার্থীর একজনকে এক মাসের এবং অপরজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাজাপ্রাপ্ত দুই ভুয়াপরীক্ষার্থী যাদের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন সেই দুই মূল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।