বগুড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বগুড়ার শাজাহানপুরে বসত-ভিটা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলমগীর হোসেন (৩৩) নামের এক যুবক খুন হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের রাজারামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আলমগীর হোসেন একই গ্রামের লুৎফর রহমানের ছেলে।

জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা জুলকার নাঈমের সঙ্গে বসত-ভিটা নিয়ে তার চাচা লুৎফর রহমানের বিরোধ চলছিল। শনিবার বিকেলে জুলকার নাঈম শহর থেকে ৩০-৪০ জন যুবককে সঙ্গে নিয়ে গ্রামে যান। এরপর তাদেরকে সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ জায়গা দখলে নেওয়ার চেষ্টা করেন। এসময় বাঁধা দেওয়ায় জুলকার নাঈম তার চাচাতো ভাই আলমগীরের বুকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করতে গিয়ে লেমন নামে আরেক যুবকও ছুরিকাহত হন। পরে দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত লেমন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বার্তা২৪.কমকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে বসত-ভিটা নিয়ে বিরোধে আলমগীর খুন হয়েছেন। এঘটনার পর থেকে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।