অবৈধভাবে মাটি উত্তোলন করায় এক ব্যক্তির কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের দিঘিরপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ছবি: বার্তা২৪.কম

কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের দিঘিরপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে আলী মোহাম্মদ (৩৫) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের দিঘিরপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত আলী মোহাম্মদ ওই এলাকার মৃত ওমর আলীর ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের দিঘিরপাড়া গ্রামে অবৈধভাবে সরকারি জমি থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে আলী মোহাম্মদকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।’

বিজ্ঞাপন