আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল ৯টায় তা ৫ ডিগ্রিতে নেমে আসে।

বিজ্ঞাপন
তাপমাত্রা কমলেও উঠেছে সূর্য, ছবি: বার্তা২৪.কম

এদিকে ৩ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা হ্রাস পেলেও কুয়াশার চাদর ভেদ করে উঠেছে সূর্য। যার ফলে খড়কুটার আগুন ছেড়ে সূর্যের উত্তাপ নিতে আলো যেখানে পড়ছে সেখানেই বসছে সাধারণ মানুষ।

গত একমাস ধরে পঞ্চগড়ের তাপমাত্রা উঠানামা করছে। গত কয়েকদিন ধরে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এ জেলায় রেকর্ড করা হয়েছে। হিমালয়ের হিম বাতাসের সঙ্গে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে উত্তর প্রান্তের এ জেলার সাধারণ ও খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। হাড় কাঁপানো শীতে প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হচ্ছে না অনেকেই। তবে কনকনে এ শীতকে উপেক্ষা করে যারা জীবিকার তাগিদে বের হচ্ছে তারাও কাজ করতে হিমশিম খাচ্ছে।

বিজ্ঞাপন