নাটোরে দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষ-ভাংচুর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, ছবি: বার্তা২৪.কম

আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, ছবি: বার্তা২৪.কম

দাদন ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোরে দু'পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ ৪ জন আহত হয়েছে। এসময় ২টি বাস কাউন্টার ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হয়বতপুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নাটোর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুদের ব্যবসাসহ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে সোমবার দুপুরে সদর উপজেলার হয়বতপুর বাজারে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেনের সাথে স্থানীয় পরিবহন শ্রমিক নেতা চাঁদ মিয়ার বাক বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শ্রমিক নেতা চাঁদ মিয়াসহ ৪ জন আহত হয়। গুরুতর আহত চাঁদ মিয়াকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় আনা হয়েছে।

বিজ্ঞাপন