রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরে অভিযানে গেলে র‌্যাব সদস্যদের ওপর গুলিবর্ষণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এসময় দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুচনী রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ র‌্যাব সদস্যরা হলেন, কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের সদস্য সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দিন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বিকেলে তথ্যে’র ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারিদের আস্তানায় অভিযানে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে প্রেরণ করা হচ্ছে।