গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা ২৪.কম,কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। নিহতের নাম আনোয়ার সাদেক (৪০)।

সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে মুচনীর ২৬ নং ক্যাম্পের শিয়াইল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত হ্নীলা ইউপির দক্ষিণ লেদা এলাকার সফিউল্লাহর ছেলে।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে আনোয়ার সাদেকের নেতৃত্বে একদল রোহিঙ্গা গ্রুপ চাঁদাবাজি, ইয়াবা ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

৩০ ডিসেম্বর র‌্যাবের একটি টিম অভিযানে গেলে আনোয়ারের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের গুলি চালায়। এ সময় দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মো. রবিউল ইসলাম বার্তা২৪.কম-কে জানান, মুচনী ২৬ নং ক্যাম্পে অভিযানে গেলে আনোয়ার সাদেকের সন্ত্রাসীরা আবারো গুলিবর্ষণ শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৮ হাজার ইয়াবাসহ সাদেকের মৃতদেহ পাওয়া যায়।