সূর্যের দেখা মিললেও সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

সূর্যের দেখা মিলেছে পঞ্চগড়ে, ছবি: বার্তা২৪.কম

সূর্যের দেখা মিলেছে পঞ্চগড়ে, ছবি: বার্তা২৪.কম

পঞ্চগড় জেলা হিমালয়ের কাছাকাছি হওয়ায় সেখানে প্রতিবছর শীতের তীব্রতা অনেক বেশি থাকে। গত কয়েকদিন ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে। তীব্র শীতের কারণে কাজ করতে পারছে না তারা। এছাড়া প্রতিদিনই হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

মঙ্গলবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ৩ ঘণ্টা পর সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও আজ ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের মাত্রা তেমন চোখে পড়েনি। সকাল সাড়ে ৯টায় সূর্যের দেখা মিলেছে। তবে কনকনে শীত রয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বার্তা২৪.কমকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।