পাসপোর্টের ভেরিফিকেশনে কোনো টাকা লাগে না: লক্ষ্মীপুরের এসপি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য দিচ্ছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান, ছবি: বার্তা২৪.কম

বক্তব্য দিচ্ছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান, ছবি: বার্তা২৪.কম

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান বলেছেন, পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য পুলিশকে টাকা দিতে হয় না। এটি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। কোনো পাসপোর্ট আটকে থাকলে সেটি কর্তৃপক্ষের জটিলতার কারণে হয়। লক্ষ্মীপুরের সকল মানুষ যেন পুলিশি সহায়তা পায় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নতুন বছর উদযাপন উপলক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এছাড়া লক্ষ্মীপুরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সহকারী পুলিশ সুপার পঙ্কজ কুমার, পুলিশের বিশেষ শাখার ইনচার্জ ইকবাল হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল ও সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমুখ।

বিজ্ঞাপন