নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারার অপেক্ষা

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টেকনাফ (কক্সবাজার)
  • |
  • Font increase
  • Font Decrease

নতুন বই হাতে শিক্ষার্থীরা, ছবি: বার্তা২৪.কম

নতুন বই হাতে শিক্ষার্থীরা, ছবি: বার্তা২৪.কম

নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে উঠবে নতুন বই। সীমান্ত উপজেলা কক্সবাজারের টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যে পৌঁছে গেছে নতুন বই। প্রদত্ত চাহিদা অনুযায়ী ৫৮ হাজার ৪৭৬ সেট নতুন বই বিভিন্ন প্রতিষ্ঠানে পৌঁছে দেয় শিক্ষা অফিস। বর্তমানে শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু নতুন বছরের নতুন বই।

টেকনাফে সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৫৬টি। এসব প্রতিষ্ঠানে ৫৮ হাজার ৪৭৬ জন শিক্ষার্থীর জন্য বই সরবরাহ করা হয়েছে। তবে ১ জানুয়ারি স্ব স্ব প্রতিষ্ঠানে বই বিতরণের মাধ্যমে উৎসব পালন করা হবে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নিবার্হী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, নতুন বছরের প্রথম দিন সব শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন করা হবে। ইতোমধ্যে সব প্রতিষ্ঠানে বই সরবরাহ করা হয়েছে। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা হওয়ার অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা। পিছিয়ে পড়া টেকনাফের শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন