বছরের শেষ সূর্যাস্ত দেখতে সমুদ্রপাড়ে ভিড়
২০১৯ সালের শেষ দিনের সূর্যাস্ত দেখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজারে ভিড় করেছে লাখো মানুষ। থার্টি-ফার্স্ট উদযাপনে আসা পর্যটকরা উপভোগ করেছেন সূর্যাস্ত।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে সূর্যাস্তের সময় এমন ভিড় দেখা গেছে।
রাত পোহালেই শুরু হবে নতুন বছরের পথ চলা। ৩৬৫ দিনের সফলতা-ব্যর্থতা পিছনে ফেলে সুন্দর আগামীর আহ্বানে ৩১ ডিসেম্বর রাতে পালন করা হয় থার্টি ফাস্ট নাইট বা বর্ষবরণ উৎসব। নতুন বছরে সবার প্রত্যাশা ২০১৯ যেমন সবাই মিলে-মিশে কাটিয়েছে সেভাবে কাটুক ২০২০।
সূর্যাস্ত দেখতে আসা মানুষের ভিড়ের কথা জানিয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের এসপি মো. জিল্লুর রহমান বার্তা২৪.কমকে বলেন, সমুদ্রে আগত পর্যটকদের নিরাপত্তা বিধানে টুরিস্ট পুলিশ নানা ব্যবস্থা গ্রহণ করেছে। রাতের বেলায় পুলিশ মোটরসাইকেল দিয়ে কলাতলী রোডে টহলরত থাকবে, এবং বিচে পর্যটক বেশে ঘোরাফেরার পাশাপাশি পোশাকধারী পুলিশও থাকবে।