নাটোরের মাদ্রাসা মোড় এখন থেকে ‘স্বাধীনতা চত্বর’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

‘স্বাধীনতা চত্বর’/ছবি: বার্তা২৪.কম

‘স্বাধীনতা চত্বর’/ছবি: বার্তা২৪.কম

মাদ্রাসা মোড় নাটোর শহরের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। সেই মাদ্রাসা মোড় এখন থেকে পরিচিতি পাবে ‘স্বাধীনতা চত্বর’ হিসেবে।

নাটোর জেলা ও উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও পৌরসভার সর্বসম্মতিক্রমে এই নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বার্তা২৪.কম-কে মাদ্রাসা মোড়ের নাম পরিবর্তন করে স্বাধীনতা চত্বর নামকরণ করার বিষয়টি জানান।

নাটোরের মাদ্রাসা মোড় এখন থেকে ‘স্বাধীনতা চত্বর’/ছবি: বার্তা২৪.কম

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, দীর্ঘদিন ধরে মাদ্রাসা মোড়ের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে বিভিন্ন ফোরামে আলোচনা চলছিল। সম্প্রতি সরকারিভাবে আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠানে মাদ্রাসা মোড়ের নাম ‘স্বাধীনতা চত্বর’ হিসেবে নামকরণের প্রস্তাব করা হয়। এ সময় অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়র এবং অন্যান্য জনপ্রতিনিধিসহ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা ‘স্বাধীনতা চত্বর’ নামকরণের পক্ষে মত দেন।

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ মোর্তুজা আলী বাবলু মাদ্রাসা মোড়কে ‘স্বাধীনতা চত্বর’ নামকরণ করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।