কুষ্টিয়ায় 'সাঁইজির একতারা' ভাস্কর্য উদ্বোধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

সাঁইজির একতারা ভাস্কর্য উদ্বোধন, ছবি: বার্তা২৪.কম

সাঁইজির একতারা ভাস্কর্য উদ্বোধন, ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার লালন একাডেমিতে 'সাঁইজির একতারা' ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া লালন একাডেমি প্রাঙ্গণে এই ভাস্কর্য উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহের (সাঁইজির) গানের সাথে একতারার শব্দ আমাদের মনকে প্রশান্তি করে তোলে। এই একতারার মাঝেই লালন ভক্ত-অনুসারীরা খুঁজে পায় অমৃতের সন্ধান। একতারা ছাড়া সাঁইজির গানের আসর জমে না। তাই এই লালন একাডেমিতে 'সাঁইজির একতারা' ভাস্কর্যটি আগত দর্শকদের চেতনাবোধকে জাগ্রত করবে।

এসময় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীবুল ইসলাম খান, লালন একাডেমির সাবেক সাধারণ সম্পাদক তাইজাল আলী খান, সেলিম হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং লালন একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরে লালন একাডেমির শিল্পীদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক।