না.গঞ্জে একদিনে ৩৬ পুলিশ কর্মকর্তা বদলি
নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদলের খবর পাওয়া গেছে। বছরের প্রথম দিনেই ৩৬ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা যায়। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই বদলির আদেশ দেওয়া হয়।
এরমধ্যে সোনারগাঁয়ে ১১, রূপগঞ্জে ১৩, ফতুল্লায় ৭, সিদ্ধিরগঞ্জে ১, সদরে ১ এবং বন্দরে ৩ জনকে বদলির আদেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম গণমাধ্যমকে জানান, প্রয়োজনের তুলনায় কিছু কিছু থানায় অতিরিক্ত অফিসার থাকায় তাদের সরিয়ে নেওয়া হয়েছে। জেলার ডিবি ও ডিএসবিতে লোকবল সঙ্কট থাকায় সে ঘাটতি পূরণ করা হবে। তবে যাদের বদলি করা হয়েছে তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
এদিকে নারায়ণগঞ্জ জেলায় যোগদানের ৫ দিনের মাথায় পুলিশ সুপার এত সংখ্যক কর্মকর্তাকে বদলি করায় থানার অন্যান্য কর্মকর্তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাছাড়া একই দিনে এত সংখ্যক পুলিশ কর্মকর্তার বদলির ঘটনা নারায়ণগঞ্জে এবারই প্রথম। ফলে বিষয়টি প্রকাশ হওয়ার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তবে, এমন বদলি যদি ভালো কিছু হয় তাহলে সেটি একটি ব্যতিক্রম উদাহরণ হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।