অলসরাই মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে
লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল বলেন, অলস ব্যক্তিরাই মাদকদ্রব্য বিক্রি ও সেবনে জড়িয়ে পড়ে। অনেক সময় কর্মহীনদের আড্ডাতেও মাদকের আসর বসে। এসব আসর বসতে দেওয়া যাবে না। মা-বাবার অবহেলা ও অসচেতনতার কারণে অনেক সন্তান মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। এজন্য প্রত্যেক মা-বাবাকে সচেতন হতে হবে। সমাজকে মাদকমুক্ত করতে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এইচএম কামরুজ্জামান, সিভিল সার্জন আবদুল গফফার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক আসলাম আলী মন্ডল প্রমুখ।
এছাড়াও বিকেলে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে মাদক-বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।