জুতা পায়ে শহীদ মিনারে দাঁড়ানো সেই শিক্ষককে শোকজ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

জুতা পায়ে শহীদ মিনারে দাঁড়িয়ে ফল ঘোষণা/ ছবি: সংগৃহীত

জুতা পায়ে শহীদ মিনারে দাঁড়িয়ে ফল ঘোষণা/ ছবি: সংগৃহীত

জুতা পায়ে শহীদ মিনারে দাঁড়িয়ে চুয়াডাঙ্গার গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা সেই প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হায়দার মল্লিককে শোকজ করেছেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে শোকজ করার বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার সকালে গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীরা এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিছিল বের করতে চাইলেও স্কুল সভাপতির চাপে তা বের করতে পারেনি তারা।

আরও পড়ুন: জুতা পায়ে শহীদ মিনারে, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

বিজ্ঞাপন

শোকজ প্রসঙ্গে গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মেদ কোন মন্তব্য করতে রাজি হননি।

গত ৩০ ডিসেম্বর সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণার সময় জুতা পায়ে স্কুলের শহীদ মিনারে দাঁড়ান স্কুলের প্রধান শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হায়দার মল্লিকসহ স্কুলের সহকারী শিক্ষকরা। ঘটনার সময় কেউ একজন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। এরপর বিষটি নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে।