প্রহরীকে বেঁধে রেখে রাইস মিলের মালামাল লুট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ম্যাপ

ম্যাপ

বগুড়ার নন্দীগ্রামে একটি অটো রাইস মিলের নৈশ প্রহরীকে বেঁধে রেখে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দিবাগত রাতে নন্দীগ্রামের দোহার গ্রামে জিয়া অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত জিয়া অটো রাইস মিলের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে। এরপর নৈশ প্রহরী ইসমাইল হোসেনের (৫৫) হাত-পা বেঁধে মুখে গামছা গুঁজে দেয়।

দুর্বৃত্তরা রাইস মিলের ১৪টি বৈদ্যুতিক মোটর ছাড়াও অফিস কক্ষের তালা ভেঙে নগদ এক লাখ এক হাজার টাকা ও একটি ল্যাপটপ নিয়ে যায়।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে মিলের অন্যান্য শ্রমিকরা এসে নৈশ প্রহরীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর বার্তা২৪.কমকে বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে, অনুসন্ধান চলছে।