টেকনাফে মাদক উদ্ধার, মিয়ানমারের নাগরিকসহ আটক ২

  • উপজেলা করেসপেন্ডেন্ট, বার্তা২৪.কম, টেকনাফ, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে বাণিজ্যিক জাহাজ থেকে আন্দামান্ড গোল্ড বিয়ার, হুইস্কি ও মিয়ানমার নাগরিকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

আটক মাদক কারবারীরা হলেন, মিয়ানমারের নাগরিক পাইপুতুন (৩৭) ও টেকনাফ সদরের কেরুনতলী এলাকার মো. ইসলামের ছেলে মো. কামাল হোসেন (৩০)।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া এ সব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশনের সদস্যরা টেকনাফ স্থলবন্দরে আসা বানিজ্যিক জাহাজ থেকে মাদক পাচারের গোপন সংবাদে সেখানে অভিযানে যায়। এসময় জাহাজ থেকে পাচারকালে আন্দামান্ড গোল্ড বিয়ার ও হুইস্কি ভর্তি বস্তা উদ্ধার করা হয়। এ সময় মিয়ানমারের নাগরিকসহ ২জনকে আটক করা হয়। অভিযানে জাহাজটি আটক করা হয়। উদ্ধার হওয়া মাদকের মধ্যে ছিল ৮৬৪ ক্যান আন্দামান্ড গোল্ড বিয়ার এবং ৪৫ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কির বোতল।

তিনি আরও বলেন, আটক মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন