বীরাঙ্গনা সখিনা অ্যাওয়ার্ড পেলেন ১৩ গুণীজন

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন মেয়র ইকরামুল হক টিটু

গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন মেয়র ইকরামুল হক টিটু

বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ১৩ গুণীজনকে ‘বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র ইকরামুল হক টিটু আনুষ্ঠানিকভাবে গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

বিজ্ঞাপন

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন

সমাজসেবায়- চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও ড. মো. সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

সাংবাদিকতা ও আলোকচিত্রে- মহিউদ্দিন আহমেদ, অমিত রায়, মো. শেখ ফখরুল হক, জগদীশ চন্দ্র সরকার, কমল সরকার।

গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে- প্রফেসর পরশে চন্দ্র মোদক, গবেষক অধ্যাপক স্বপন ধর।

শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে- কবি সোহরাব পাশা, বিবেক সম্রাট গৌরাঙ্গ আদিত্য, আবু রায়হান, নাট্যকার রাখাল বিশ্বাস।

দ্যা ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটির সভাপতি ফজর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, শহীদ সৈয়দ নজরুল কলেজের অধ্যক্ষ ড. একেএম আব্দুর রফিক, অধ্যাপক নাজমা মমতাজ, প্রফেসর ইঞ্জিনিয়ার এমএ জিন্নাহ' কবি আওলাদ হোসন জসিম প্রমুখ।

দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার বলেন, অনিবার্য কারণবশত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অনুষ্ঠানে এসে অ্যাওয়ার্ড গ্রহণ করতে পারেননি। উনার পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না

উল্লেখ্য, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ‘দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটি’র উদ্যোগে ২০১২ সাল থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ড চালু হয়। গৌরীপুরের মাওহা ইউনিয়নের কেল্লাতাজপুরের মুঘল দেওয়ান কন্যা সখিনা বিবির নামানুসারে এই অ্যাওয়ার্ডের নামকরণ করা হয়েছে।