৯৯৯ এ কল, বন্ধ হলো বাল্য বিয়ে
৯৯৯ এ কল পেয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে একটি বাল্য বিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকন। বিয়ের আসর থেকে আটক করা হয় কনের বাবা মিজানুর রহমান, বর সাইফুল ইসলাম ও কাজী মেহেদী হাসানকে। পরে মিজানুর রহমানকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সাইফুল ইসলামকে তিন মাসের ও কাজী মেহেদী হাসানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, শনিবার রাতে ওই গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে দেওয়া হচ্ছিল। বিষয়টি একজন ৯৯৯ এ কল দিয়ে দামুড়হুদা মডেল থানায় জানালে দ্রুত পদক্ষেপ নিয়ে বাল্য বিয়েটি বন্ধ করে কনের বাবা, কাজী ও বরকে জেল-জরিমানা করা হয়।
ইউএনও এস এম মুনিম লিংকন বার্তা২৪.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।