অসময়ের বৃষ্টিতে নলছিটির ২৫ ভাটার ইট নষ্ট

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নলছিটি
  • |
  • Font increase
  • Font Decrease

কাঁচা ইট নষ্ট হয়ে গেছে, ছবি: বার্তা২৪.কম

কাঁচা ইট নষ্ট হয়ে গেছে, ছবি: বার্তা২৪.কম

অসময়ের ভারী বৃষ্টিতে ঝালকাঠির নলছিটিতে ২৫টি ভাটার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভাটাগুলোর কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। আর এতে চরম লোকসানের মুখে পড়েছেন মালিকরা।

মালিকরা বলছেন, এমন অবস্থায় আবারো কীভাবে ব্যবসায়ে ঘুরে দাঁড়াবেন তা নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন তারা।

বিজ্ঞাপন

অপরদিকে ক্ষতির মুখে ভাটা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন এ পেশায় জড়িত সহস্রাধিক শ্রমিক।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে সরেজমিনে উপজেলার কুশাংঙ্গল ইউনিয়নের ফয়রা গ্রামের থ্রি-স্টার ব্রিকস ইটভাটায় গিয়ে দেখা গেছে, মাঠে তৈরি করা কাঁচা ইটগুলো বৃষ্টির কারণে কাদা মাটিতে পরিণত হয়েছে। আর কাজে নিয়োজিত শ্রমিকরা অলস সময় পার করছেন।

বিজ্ঞাপন

সেখানে উপস্থিত লেবার সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, ইট তৈরির মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুই দফায় বৃষ্টি হয়। এতে ভাটার কমপক্ষে পাঁচ লাখ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে।

অপরদিকে এমএমআর ব্রিকসের মালিক মো. মহিদুল ইসলাম জানান, অসময়ের বৃষ্টিতে উপজেলার ২৫টি ইটভাটার মালিকদের কয়েক কোটি কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে হতাশ হয়ে পড়েছে ইটভাটার মালিকরা।