নাটোরে বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা: প্রেমিকাসহ আটক ৮

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

কামরুল ইসলাম, ছবি: সংগৃহীত

কামরুল ইসলাম, ছবি: সংগৃহীত

নাটোরের হালসা নবীনকৃষ্ণপুর গ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্র কামরুল ইসলামকে (২৬) হত্যার ঘটনায় প্রেমিকা সোনিয়াসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) রাতে নবীনকৃষ্ণপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নিহত কামরুল ইসলাম হালসা নবীনকৃষ্ণপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে এবং নাটোরস্থ রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আরএসটিইউ) ছাত্র।

জানা গেছে, শনিবার রাতে কামরুলকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয় তার প্রেমিকা সোনিয়া। এরপর থেকে নিখোঁজ ছিল সে। রোববার রাতে সদর উপজেলার হালসা নবীনকৃষ্ণপুর গ্রামের নুরুর বাঁশঝাড় থেকে কামরুলের মরদেহ উদ্ধার করা হয়। রাতেই অভিযান চালিয়ে কামরুলের প্রেমিকা সোনিয়াসহ ওই ৮ জনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নাটোরে বিশ্ববিদ্যালয় ছাত্রের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার