লাইজু হত্যা: ৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ
ভোলা সদরের তুলাতুলি গ্রামের গৃহবধূ ও দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী লাইজুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৬ জানুয়ারি) সকালে দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজের প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা ক্লাস বর্জন করে কলেজের সামনে মানববন্ধন করেন। কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দৌলতখান বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী ও ভোলার তুলাতলির গৃহবধূ লাইজুকে মাদকাসক্ত তানজিল প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে। এরপর নির্যাতন করে হত্যা করে। এ ঘটনার ৫ দিন চলে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
আসামিদের গ্রেফতার না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও মাবনন্ধন চলবে বলেও জানান তারা।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে খুন হন গৃহবধূ লাইজু। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় লাইজুর বড় ভাই ইসমাইল সিকদার বাদী হয়ে লাইজুর স্বামী তানজিলসহ সাত জনকে আসামি করে ভোলা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।