ভূঞাপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ
টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে পৌরসভার ঘাটান্দি এলাকায় সর্বস্তরের লোকজন ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে এই বিক্ষোভ করেন।
এরআগে বিক্ষোভ মিছিলটি ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সরকারি ইবরাহীম খাঁ সরকারি কলেজ হয়ে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে ভূঞাপুর-তারাকান্দি সড়ক আধাঘন্টা অবরোধ করে রাখেন তারা।
এসময় বক্তারা জানান, জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর জুয়াড়ি সন্ত্রাসীরা হামলা চালায়। এতে চারজন সাংবাদিক গুরুতর আহত হয়। কিন্তু ঘটনার কয়েকদিন পরেও কাউকে গ্রেফতার করা হয়নি। এ সময়, মূলহোতা ফজল মন্ডলসহ আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা।
উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, বার্তা২৪.কমের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন। এ সময় তাদের কাছে থাকা ক্যামেরা ভাঙচুর ও ছিনিয়ে নেয়। এ ঘটনায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) মামলা করা হয়েছে।